লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউএনও ও এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ (১১-১৬ গ্রেড) উন্নীতকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ নভেম্বর থেকে উপজেলা পরিষদ চত্বরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে আসছেন। চলবে ৩০ নভেম্বর বিকাল পর্যন্ত।
কর্ম বিরতিতে ইসলামপুর ইউএনও কার্যালয়ের অফিস সুপার আনিছুর রহমান, জুলহাস মিয়া, অফিস সহকারী জুলহাস মিয়া, মাহমুদা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ইব্রাহীম খলিল অংশগ্রহণ করেন।
তারা সরকারের কাছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করার দাবি জানান।