লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম। ১৮ নভেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনী, বাংলাদেশের খবর প্রতিনিধি আব্দুস সামাদ, ভোরের কাগজের মোরাদুজ্জামান, ইত্তেফাক প্রতিনিধি এম শফিকুল ইসলাম ফারুক, যুগান্তরের রহিমা সুলতানা মুকুল, যায়যায়দিন ও বাংলা টিভি প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস, আমাদের সময়ের সাহিদুর রহমান, মানবজমিন ও আনন্দ টিভি’র ইয়ামিন মিয়া, আমার সময়ের আব্দুল্লাহ আল লোমান, গণমুক্তি প্রতিনিধি ফারুক আল আজাদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও উপজেলার প্রচুর উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সাংবাদিদের হাতে মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন ইউএনও।