বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৯ নভেম্বর বিকাল ৪টায় জামির বাগ বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্মআহ্বায়ক আগা সাইয়ুম, পৌর আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের আজাদ, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আবদুল আলিম তারা, সদস্য ফরহাদ হোসেন পলাশ, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লা, আতাবুজ্জামান হেলাল, ইসমাইল হোসেন স্বপন প্রমুখসহ পৌর আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।