বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত সুবিধাভোগীদের মাঝে ১৭ নভেম্বর দুপুরে ভাতা বই বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এবং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কামালের বার্ত্তী বাজারে বয়স্ক ভাতা ৬৫ জন, বিধবা ভাতা ৬০ জন, প্রতিবন্ধী ভাতা ২৫ জনের মাঝে ভাতার বই বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এসব বিতরণ করেন। এ সময় ইউনিয়ন সমাজকর্মী শাহজাহান মিয়া, ইউপি সদস্য গাজী মো. আমর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু জানান, আওয়ামী লীগ সরকার জনগণের পাশে রয়েছে। একারণে বকশীগঞ্জ উপজেলায় শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতার আওতায় আনা হয়েছে।