বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৯৩টি পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এবং এডিপির অর্থায়নে ১৫ নভেম্বর দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে ল্যাট্রিন বিতরণ করা হয়।
ল্যাট্রিন বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, এলজিইডির উপসহকারী প্রকৌশলী আশরাফ হোসেন, ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।