লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
ইসলামিক ফাউন্ডেশনের পুনর্গঠিত বোর্ড অব গভনর্সের গভর্নর হিসেবে আগামী ৩ বছরের জন্য মনোনীত হয়েছেন জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৭৫ এর ৬(১) ধারা মোতাবেক ১০ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তিনি এই স্বায়ত্তশাসিত সংস্থাটির বোর্ড অব গভর্নর পদে মনোনীত হন। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে এ মনোনয়নের প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনীত ৫ জনকে ইসলামিক ফাউন্ডেশন-এর গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এদিকে ইসলামপুরবাসীর প্রিয় নেতা উন্নয়নের রূপকার ফরিদুল হক খান দুলাল এমপি মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ও ইসলামপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও জানিয়েছেন।