লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় শহর যুবলীগের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সন্ধ্যায় নেকজাহান মডেল স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু’র সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ, শ্রম সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, সহ-দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলআমিন মিয়া, আরিফ সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল প্রমুখ। সঞ্চালনা করেন শহর যুবলীগের যুগ্মআহ্বায়ক সফিকুল ইসলাম।
সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশ নেন।
সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডের মিল্লাত মন্ডলকে সভাপতি ও গোলাম মওলাকে সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলামকে সভাপতি ও আরিফ মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।