নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যাকবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার প্রকল্প। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ। প্রকল্পের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে ৭ নভেম্বর মাদারগঞ্জে অনুষ্ঠিত হয় কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা।
বালিজুড়ি ইউনিয়নের চরবাওলা গ্রামে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এলাকার শিক্ষক মোখলেছুর রহমান, উন্নয়ন সংঘের এই প্রকল্পের পরিবীক্ষণ কর্মকর্তা কমল পাল, প্রকল্প কর্মকর্তা সাব্বির হোসেন প্রমুখ।
সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
সভা শেষে এলাকাবাসী প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ এবং ক্ষতিগ্রস্ত সম্পদ চিহ্নিতকল্পে সামাজিক মানচিত্র তৈরি করেন। এতে প্রকৃত তথ্য উঠে আসে। এই তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।