বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৭ নবেম্বর বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম ছামিউল ইসলাম, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, স্থানীয় সমবায়ী সংগঠনের প্রতিনিধি আল আমিন হাসান।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।