লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ।
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জগলুল পাশা, ইনসাফ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সভাপতি মনির হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।