মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরে নবাগত জেলা রেজিস্ট্রার জহুরুল ইসলামকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ। ২ নভেম্বর দুপুরে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা।
এ সময় জেলা কাজী সমিতির সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমান, মেলান্দহ শাখার সভাপতি আজিজুর রহমান, দেওয়ানগঞ্জ শাখার সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী শাখার সভাপতি মো. আজিজুর রহমান, মাদারগঞ্জ শাখার সভাপতি মো. মনোয়ার হোসেন, বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সরিষাবাড়ী শাখার সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জেলা শাখার সদস্য আবু হানিফ আল মাসুম, অধ্যক্ষ আবুল কালাম, হাবিবুল্লাহ ও রিয়াজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১ নভেম্বর নবাগত জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম যোগদান করেন।