বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েলের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মিঠু, দপ্তর সম্পাদক আনিছুল হক মুকুল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম যুবরাজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন আক্তার, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রীতু, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ লিটু, যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জাহিদী, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান প্রমুখ।