১০ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিল জামালপুরের প্রাথমিক শিক্ষকেরা

স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

ফজলে এলাহী মাকাম, জামালপুর
বাংলারচিঠিডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইমস্কেল প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে জামালপুরে আলোচনা সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে।

১ নভেম্বর সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. খাইরুল হাসান, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, যুগ্মসাধারণ সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক আ. ন. ম ইমামুর রশিদ, ফাহমিদা চৌধুরী নিশু, আশরাফ ফারুকী, সদর উপজেলা সভাপতি মো. আবুল হোসেন, রাশেদা আক্তার রাখি, রেহেনা বেগম মিলিসহ আরও অনেকে।

এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি, বেতন স্কেল উন্নতীকরণ, শিক্ষার স্বার্থে প্রাথমিক বিদ্যালয় ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যকর করাসহ ১০ দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে আলোকপাত করেন।

পরে সমিতির শিক্ষক নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তাদের ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।