মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর দুপুরে সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম রতন, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর পরিবার-পরিকল্পনা উপ-পরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাত তনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। পরিবর্তনের এই ধারাকে অব্যাহত রাখতে বেসরকারি ক্লিনিকের মালিক ও ডাক্তাদের ব্যবসায়ী মানসিকতা পরিহার করে সেবার মান বৃদ্ধি করার আহ্বান জানান।