বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩০ অক্টোবর রাতে উপজেলার গ্রামে আভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, বকশীগঞ্জ থানাধীন বিভিন্ন গ্রামের ১০ জন আসামিকে বিভিন্ন স্থান থেকে ৩০ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে থেকে অনেকেই গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। ৩১ অক্টোবর সকালে গ্রেপ্তার আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।