ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণবিজ্ঞপ্তি : নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুভ মহালয়া : জামালপুরে দুর্গাপূজার শুভ সূচনা দেওয়ানগঞ্জে ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১ এখনও পাঁচশ’র মত বন্দি পলাতক রয়েছে : জামালপুরে কারা মহাপরিদর্শক ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি : রাষ্ট্রদূত ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ ইসলামপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সিডসের আওতায় বেকার যুবকদের টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ

ভাসানী অনুসারী আব্দুল মান্নান দুদুর স্মরণ সভা অনুষ্ঠিত

আব্দুল মান্নান দুদুর স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

আব্দুল মান্নান দুদুর স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ভাসানী অনুসারী পরিষদের অন্যতম সদস্য অকাল প্রয়াত আব্দুল মান্নান দুদুর জীবন ও কর্মের উপর ৩১ অক্টোবর জামালপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

জামালপুর ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাফিজুর রহমান বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান বাদল, ফজলুল করিম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান জিলানী।

মরহুম আব্দুল মান্নান দুুদুর জীবন ও কর্মের ওপর আলোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, তিনি স্বাধীনতার পূর্ব থেকেই প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জামালপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে আব্দুল মান্নান দুদু পরবর্তী জীবনে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও ব্যবসা ও সমাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন।

তাঁর আত্মার প্রতি সম্মান জানিয়ে আলোচকরা বলেন, ভাসানী অনুসারী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহৎ একটি কাজের সূচনা করা হলো। মান্নানের মতো মানুষদের স্মরণ করে গুণীজনদের প্রতি সম্মান দেওয়ার কাজের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণবিজ্ঞপ্তি : নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে বিশেষ অভিযান

ভাসানী অনুসারী আব্দুল মান্নান দুদুর স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
আব্দুল মান্নান দুদুর স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ভাসানী অনুসারী পরিষদের অন্যতম সদস্য অকাল প্রয়াত আব্দুল মান্নান দুদুর জীবন ও কর্মের উপর ৩১ অক্টোবর জামালপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

জামালপুর ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাফিজুর রহমান বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান বাদল, ফজলুল করিম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান জিলানী।

মরহুম আব্দুল মান্নান দুুদুর জীবন ও কর্মের ওপর আলোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, তিনি স্বাধীনতার পূর্ব থেকেই প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জামালপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে আব্দুল মান্নান দুদু পরবর্তী জীবনে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও ব্যবসা ও সমাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন।

তাঁর আত্মার প্রতি সম্মান জানিয়ে আলোচকরা বলেন, ভাসানী অনুসারী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহৎ একটি কাজের সূচনা করা হলো। মান্নানের মতো মানুষদের স্মরণ করে গুণীজনদের প্রতি সম্মান দেওয়ার কাজের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।