সরিষাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি আফজাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আফজাল হোসেন (৫৭) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ অক্টোবর গভীর রাতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাটিকাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাটিকাপাড়া এলাকার মৃত তয়েজ মিয়ার ছেলে আফজাল হোসেন। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে গোপনে হিরোইন, ইয়াবা বড়ি ও গাঁজা বিক্রি করে আসছিল। ১২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে চাপানকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আফজাল হোসেন ৫০০ গ্রাম গাজাঁ নিয়ে নিজ বাড়ি থেকে বের হলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ অক্টোবর আদালতের মাধ্যমে মাদক কারবারি আফজাল হোসেনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, বিক্রির জন্য ৫০০ গ্রাম গাঁজা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মাদক কারবারি আফজাল হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad