দেওয়ানগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর।

মতবিনিময় সভায় করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে শিক্ষার মান বজায় রাখা যায় সে বিষয়ে আলোচনা করা হয় । অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার সাথে সম্পর্ক বজায়ে রাখার পরামর্শ দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের সাথে ফোনে নিয়মিত খোঁজ খবর রাখার জন্য শিক্ষক দের ওপর গুরুত্ব প্রদান করার জন্য বলা হয় ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুক্তাদির বিল্লাহ শিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মানবাধিকার কমিশন দেওয়ানগঞ্জ এর সাধারণ সম্পাদক সাংবাদিক তারেক মাহমুদ তালাশ ।

এছাড়াও সভায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad