ইসলামপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানীর অভিযোগ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াজল মিয়ার বিরুদ্ধে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর ভিজিডির চাল নিয়ে ফেরার পথে ইউনিয়নের ভাটিপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী মোজাফফর আলী, আব্দুস সালাম, ইয়ানুস, রেজ্জাক আলী, ফালু শেখ, খালেক মিয়া ও শফিজ উদ্দিন জানান, পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদি উপজেলার চাংপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী নারী (৩২) মা বাবা হারিয়ে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে মামার বাড়িতে আশ্রয় নেন। আত্মীয় স্বজনরা এলাকায় সাহায্য নিয়ে তাকে একটি ঘর তুলে দেন।

সকলের সাহায্য নিয়ে দিনাতিপাত করে আসছিলেন ওই নারী। এ অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে একটি ভিজিডি কার্ড করে দেন।

গত ২ সেপ্টেম্বর ইসলামপুর খালেদ মোশারফ সেতু মোড়ে গোয়ালের চর ইউপির অস্থায়ী গোদাম ঘরে মাসিক বরাদ্দের চাল তুলতে যান ওই প্রতিবন্ধী নারী। চাল তুলতে সন্ধ্যা হয়ে যায়। এসময় ইউপি সদস্য ইয়াজল মিয়া তাকে পৌছে দেওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে করে ভাটিপাড়া নিয়ে গিয়ে মোশারফের দালান ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় প্রতিবন্ধী ওই নারীর ডাক চিৎকারে ইয়াজল মিয়া সেখান থেকে পালিয়ে যান।

এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসন ও চেয়ারম্যানের কাছে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় চেয়ারম্যান হারুন অর রশিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।