বকশীগঞ্জে কারিতাসের সামর্থ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কারিতাসের সামর্থ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাস এর সামর্থ প্রকল্পের অবহিতকরণ সভা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, কারিতাস ময়মনসিংহ অঞ্চল থেকে পরিচালিত সংস্থার সামর্থ প্রকল্পের বকশীগঞ্জ অঞ্চলের মাঠ কর্মকর্তা বিকাশ সাংমা, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর ও স্থানীয় বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় কারিতাস ময়মনসিংহ অঞ্চল থেকে পরিচালিত সংস্থার সামর্থ প্রকল্পের বকশীগঞ্জ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ সুফল প্রকল্পের নেতৃবৃন্দগণ প্রকল্পের ধরন ও কর্মকাণ্ড অবহিত করেন।

প্রকল্পটির কার্যক্রম বকশীগঞ্জ উপজেলার গারো পাহারের ক্ষুদ্রনৃগোষ্ঠির এলাকা ধানুয়া কামালপুরে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।