বকশীগঞ্জে পাট বীজ উৎপাদনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাট চাষীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটের চাষ বৃদ্ধির লক্ষ্যে পাট বীজ উৎপাদনের জন্য পাট চাষীদের মাঝে ১৫ সেপ্টেম্বর দুপুরে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পাট দপ্তরের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বীজ ও সার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আখতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে বকশীগঞ্জ উপজেলার ৩৩০ জন চাষীকে পাট বীজ উৎপাদনের জন্য প্রত্যেক কৃষককে ২০০ গ্রাম করে পাট বীজ ও ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে।