জামালপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর দিনব্যাপী বকুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী।
এছাড়া বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক সিদ্দিকী বাবু, মো. হেলাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব বিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুুকুল ও সামিউল আওয়াল ডনি প্রমুখ।
বর্ধিত সভায় জামালপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেয়।
বর্ধিত সভায় পৌরসভার অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।