ঘোষেরপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পেল নগদ অর্থ

এক অসহায়ের হাতে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ইমরান মাহমুদ, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা আহছানিয়া মিশন এনজিও সংস্থা। ২৪ আগস্ট সকালে ওই ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।

ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের গরীব, অসহায়, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী অস্বচ্ছল ২০৫ জন পরিবারের মাঝে নগদ তিন হাজার করে টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, বড় একটি বালতি, প্লাস্টিকের মগ, ১০টি মাস্ক ও ব্যবহার যোগ্য ৫০টি মাস্ক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক সিসিএনডিআর মো. জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম ম্যানেজার মো. নজরুল ইসলাম, নছির উদ্দিন মোহাম্মদ সেলিম, প্রজেক্ট অফিসার লতিফুর রহমান রাজু, মিজানুর রহমান, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আলতাব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।