দেওয়ানগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট দিনব্যাপী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ প্রেসক্লাব, জিল বাংলা সুগার মিলের ওয়ার্কাস ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালিত করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল করিম আকন্দ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সৈয়দ আহম্মদ সাবু, পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, দপ্তর সম্পাদক আনিছুর রহমান মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল হক মান্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপস্থিত ছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা খাতুন, সাধারণ সম্পাদক কনিকা আক্তার, যুবমহিলা লীগের সভাপতি নাছরিন সুলতানা, সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর এলাকার মসজিদগুলোতে ফজরের সময় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রেসক্লাবের সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তারেক।