শেরপুরে এএসপির স্ত্রী ও ট্রাফিক পুলিশ সদস্যসহ চারজন করোনা শনাক্ত
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুর পুলিশ বিভাগের একজন এএসপির স্ত্রী ও ট্রাফিক পুলিশ সদস্যসহ চারজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩১২ জন করোনা শনাক্ত হলেন। ৩০ জুলাই রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা করোনা ফোকাল পার্সন চিকিৎসক মোবারক হোসেন।
চিকিৎসক মোবারক জানান, আক্রান্তরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। মোট ৩৩টি নমুনা পরীক্ষায় ওই চারজন করোনা শনাক্ত হন। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৯ জন। আর মৃত্যু হয়েছে চারজনের।
বর্তমানে ৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে কেউ জেলা সদর হাসপাতালে বা কেউ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এখন পর্যন্ত জেলা থেকে করোনার মোট নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ৪৭৬টি। আর ফলাফল পাওয়া গেছে চার হাজার ৩৭৪টি। অন্যদিকে অপেক্ষমান রয়েছে ১০২টি নমুনার ফলাফল।