ইসলামপুরে যমুনার দুর্গমচরে এমপি বাজার উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গমচরাঞ্চল কাশারীডোবা গ্রামে ফরিদুল হক খান দুলাল এমপি নামক বাজার উদ্বোধন ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে ১০ জুলাই দুলাল এমপি বাজার কমিটি আয়োজনে দোয়া মাহফিলের মধ্যদিয়ে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ফরিদুল হক খান দুলাল এমপি নামে নবনির্মিত বাজারের উদ্বোধন ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়া উপস্থিত ছিলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মন্ডলের সভাপতিত্বে সিঙ্গাপুর প্রবাসী সবুজ মিয়া ও রুবেল মিয়ার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাছেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, যুবনেতা আবুল কালাম আজাদ ছাত্রলীগ নেতা মজনু মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, সরকার চরবাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে চর উন্নয়ন বোর্ড গঠন করেছে। দুর্গম যমুনার চরে বিদ্যুতায়ন, বিনামূল্যে সেচ ব্যবস্থা, রাস্তা ঘাট উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে অবস্থান, চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপনসহ নানান কাজ বাস্তবায়ন হচ্ছে। তাই চরের উন্নয়নের অগ্রগতিকে ধরে রাখতে সবাইকে আগামী নির্বাচনে নৌকা পক্ষে কাজ করতে হবে।

পরে ২০০ বানভাসি মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ৩০০ জনকে গো-খাদ্য, ৩০০ জনকে সাবান, ওয়াশিং পাউডার, স্যাম্পু, টুথব্রাশ, পেস্ট, হাইজিং কিট, প্যাকেট ও ৩০০ জনকে চিড়া মুড়ি, বাতাসার প্যাকেট মোট এক হাজার ২০০ জনকে এই ত্রাণসামগ্রী দেওয়া হয়।