বকশীগঞ্জে সবজি পুষ্টি বাগান করতে বীজ ও সার সরবরাহ সহায়তা

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৯-২০২০ অর্থবছরে খরিফ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সবজি বীজ ও সার সরবরাহ করতে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ২৫ জুন দুপুরে ২২৪ জন কৃষক ও কৃষাণীকে ৯ প্রকারের সবজি বীজ এবং জৈব ও অজৈব সার সরবরাহের জন্য অর্থ সহায়তার চেক দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদের সঞ্চালনায় সবজি বীজ বিতরণের সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, কৃষিবীদ শহীদুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৭টি ইউনিয়নে মানুষের পুষ্টির চাহিদার পূরণের লক্ষ্যে পুষ্টি বাগান স্থাপন করার জন্য কৃষকদের এই সহযোগিতা করা হয়।