জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

সূর্য্যের হাসি সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়া হয় খেলার সামগ্রী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনা প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শিশুদেরকে মানসিকভাবে উৎফুল্ল রাখতে ৯ জুন জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হরেক রকম খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জামালপুর যৌনকর্মীদের সংগঠন সূর্য্যের হাসি সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রবেশন কর্মকর্তা আব্দুস ছালাম, শহর সমাজসেবা কর্মকর্তা নিঝুয়ারা বেগম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম।

সূর্য্যের হাসি সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়া হয় রঙ্গীন পোষাক । ছবি : বাংলারচিঠিডটকম

শিশুদের পাশাপাশি খেলার সামগ্রী গ্রহণ করেন সূর্যের হাসি সমাজ কল্যাণ সংগঠনের সভানেত্রী রেখা বেগম।

খেলার সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মায়েদের মাঝে তৃপ্তির হাসি লক্ষ্য করা গেছে।

উল্লেখ, ইউনিসেফ এর সহায়তায় জেলা সমাজসেবা কার্যালয় এই সামগ্রীগুলো দেন। এছাড়া খেলার সামগ্রীর পাশাপাশি রঙ্গীন পোষাকও উপহার হিসেবে দেওয়া হয়।