বকশীগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
৮ জুন বিকাল ৪টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবের চর গ্রামের একটি খেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার বাড়ি নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তফির উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, ৮ জুন বিকালে স্থানীয় খাজা মিয়ার বাড়ির পাশে একটি খেতে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাশটি উদ্ধার করে। তবে বিকালেই তার স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
নিহতের ছেলে ছামিউল হক বছির জানান, দুই দিন আগে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার মা। তাকে বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি করা হয়। তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।