সানন্দবাড়ীতে মানবতার সেবায় রেজাউল করিম লাভলু

মসজিদে একসেট মাইক উপহার দেন শিক্ষক রেজাউল করিম লাভলু। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পশ্চিম কামারের চর শাহী সুফী জামে মসজিদে একসেট মাইক ঈদ উপহার দিয়েছেন সানন্দবাড়ী হাট ইজারাদার ও শিক্ষক রেজাউল করিম লাভলু।

২৩ মে দুপুরে সানন্দবাড়ী হাট ইজারাদার অফিসে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম লাভলু পশ্চিম কামারের চর শাহী সুফী জামে মসজিদের সভাপতি আমজাদ হোসেনের কাছে একসেট মাইক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম, সাংবাদিক বোরহানউদ্দিন ও মোন্তাইন বিল্লাহ।

এছাড়া মিয়াপাড়া জামে মসজিদে দুই হাজার টাকা ঈদ উপহার দেন তিনি।

রেজাউল করিম লাভলু দীর্ঘদিন থেকে সমাজের অসহায় দরিদ্র মানুয়ের সেবা করে আসছেন। তিনি নিস্বার্থ নিরলসভাবে এলাকার তাফসির মাহফিল, মসজিদ মাদরাসা উন্নয়নে সহযোগিতার হাত বাড়ান। করোনাভাইরাসের কারণে শতশত দিনমুজুর, অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এমনকি কোনো মানুষে দুঃখ দুর্দশার কথা শোনা মাত্র ছুটে যান তিনি। সহযোগিতার হাত বাড়ান তিনি। এমন একজন ব্যক্তি সমাজের জন্য সত্যিই মহৎ।