বকশীগঞ্জে হতদরিদ্রদের মাঝে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিল (উদ্বৃত্ত) থেকে মেরুরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৯৩টি হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে ১৭ মে দুপুর একটায় ল্যাট্রিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় এলজিইডির কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ছামেদুল ইসলাম, শামসুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।