বকশীগঞ্জে চালু হলো করোনার নমুনা সংগ্রহ বুথ

বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে স্থাপিত করোনার নমুনা সংগ্রহ বুথ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে। ৪ মে দুপুরে উপজেলা হাসপাতালে স্থাপিত ওই বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

উপজেলা পরিষদের অর্থায়নে এবং জেলা প্রশাসনের পরিকল্পনায় স্থানীয় পর্যায়ে করোনার নমুনা সংগ্রহ সহজতর করা ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা রাখার জন্য ওই বুথ স্থাপন করা হয়।

উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক নাজিম শাহরিয়ার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।