বকশীগঞ্জে গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাদ্য সামগ্রী বিতরণ

গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টি খাদ্য সামগ্রী ২৬ এপ্রিল সকালে বিতরণ করা হয়েছে।

উপজেলা হাসপাতালের উদ্যোগে উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন এলাকার ৮৪ জন গর্ভবতী ও প্রসূতি মাকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক নাজিম শাহরিয়ার, হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী, ইপিআই কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, দৈনিক স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি রাজ্জাক মাহমুদ, দৈনিক সবুজ এর বকশীগঞ্জ প্রতিনিধি আফজাল শরীফ, দৈনিক খোলা কাগজ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দৈনিক ডেল্টা টাইমস এর প্রতিনিধি ফিরোজ আল মুজাহিদ উপস্থিত ছিলেন।

প্রতিজনকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক কেজি ডাল বিতরণ করা হয়।