ইসলামপুর হাসপাতালে পিপিই দিল উপজেলা প্রশাসন

ইসলামপুর উপজেলা প্রশাসনের দেওয়া পিপিই হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনা পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই দেওয়া হয়েছে।

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের অর্থায়নে ১৬ এপ্রিল সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল উপজেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ অন্যাদের মাঝে ১৮ সেট পিপিই তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের ও পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনসেবায় নিয়োজিত আছি। পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা কামনা করছি।