২০০ কর্মহীন পরিবার পেল জামালপুরে র‌্যাবের খাদ্যসহায়তা

কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন জামালপুর ক্যাম্পের র‌্যাবের কর্মকর্তা ও সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-১৪। ১৫ এপ্রিল গভীর রাতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের সদস্যরা ২০০ দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহায়তার ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

সূত্র জানায়, র‌্যাবের জামালপুর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া র‌্যাব সদস্যদের নিয়ে ১৫ এপ্রিল গভীর রাত পর্যন্ত জামালপুর শহরের মুকুন্দবাড়ি ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন। তারা গরিব, অসহায়, দুঃস্থ, নিম্নমধ্যবিত্ত, কর্মহীন রিকশাচালক, ভ্যানচালক, গাড়িচালক ও বিভিন্ন ছোটখাটো পেশায় নিয়োজিত মানুষ যারা লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন এবং যারা কারও কাছ থেকে হাত পেতে সাহায্য নিতে পারেন না এমন ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণের প্রতিটি ব্যাগে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল ও একটি করে সাবান।

র‌্যাবের জামালপুর কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দিতে র‌্যাবের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা সংক্রমণ রোধে তিনি সবাইকে ঘরে থাকার এবং সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।