বকশীগঞ্জ লকডাউনে থাকা ১৭ জনের করোনা প্রতিবেদন নেগেটিভ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে দুইজন আক্রান্তের পরও উপজেলায় মানুষের করোনা আতঙ্ক চলছে।

বকশীগঞ্জ হাসপাতালের দু’জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের স্টাফ কোয়াটার লকডাউন করা হয়। সীমিত করা হয় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা।

ওই দুজনের প্রতিবেদন পজেটিভ আসলে স্টাফসহ ১৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ১২ এপ্রিল বকালে ১৭ জনের প্রতিবেদন নেগেটিভ আসায় স্বস্তিতে রয়েছে স্টাফসহ লকডাউনে থাকা পরিবারগুলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী জানান, ১২ এপ্রিল বিকালে তাদের প্রতিবেদন নেগেটিভ এসেছে।

তিনি জানান ওই প্রতিবেদন হাতে পাওয়ার পর হাসপাতালের স্টাফ কোয়াটারে লকডাউনে থাকা স্টাফদের স্ব স্ব পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তারা আগামীকাল থেকে রোগীর সেবায় মনোযোগ দেবেন।

তবে সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।