ইসলামপুরে ১০ টাকা কেজি চাল কিনতে লাগছে এনআইডি

এনআইডি দেখে চাল বিক্রি উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনার প্রভাবে খাদ্য সংকট রুখতে অসহায় দরিদ্রদের সহায়তা হিসেবে সরকার খোলাবাজারে বিক্রি কর্মসূচির (ওএমএস) চাল বিক্রি শুরু করেছে। জামালপুরের ইসলামপুর পৌর শহরের মাদরাসা মোড় বিশু ডিলারের গুদাম ও ধর্মকুড়া বাজারে ৭ এপ্রিল এই চাল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা লুৎফর রহমান, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

জানা গেছে, একজন মানুষ একবারে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। নিম্নআয়ের মানুষেরা যেসব এলাকায় বসবাস করেন, সেখানে চালগুলো বিক্রি করা হবে। চাল কেনার সময় দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র।