নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের গজারিয়া এলাকায় গুচ্ছ গ্রামের কর্মহীন হয়ে পড়া ১৮ পরিবারের মাঝে (জিআরের) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই গুচ্ছ গ্রামে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন। এ খাদ্য সামগ্রীর সাথে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া সাবানও বিতরণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলার গণপদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুর রহমান আবুল, ইউপি সদস্য রফিকুল ইসলামসহ সাংবাদিক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।