বকশীগঞ্জে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ শুরু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষ যেন স্বল্প মূল্যে হাতের নাগালে চাল ক্রয় করতে পারেন সেলক্ষ্যে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলায় ওপেন মার্কেট সেল (ওএমএস) এর চাল বিক্রি শুরু করা হয়েছে। ৭ এপ্রিলণ বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, সরকার করোনাভাইরাসের পাদুর্ভাব থেকে মানুষকে রক্ষার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি কেউ যেন খাদ্য সমস্যায় না ভোগেন সেজন্য উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করেছে।
প্রতিদিন নিম্নআয়ের মানুষ ১০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। একজন ডিলার প্রতিদিন এক মেট্রিকটন চাল বিতরণ করবেন।
করোনা পরিস্থিতির মধ্যে ওএমএস এর চাল বিতরণ শুরু করায় সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে জানিয়েছেন সাধারণ মানুষ।