দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দূরত্ব বজায় রাখতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও গ্রামগঞ্জে যৌথভাবে অভিযান পরিচালনা হয়েছে।
৫ এপ্রিল দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে উপজেলা পৌর শহর, বাহাদুরাবাদ, ঝালোর চর, কাঠারবিল, বাশঁতলী, তারাটিয়া, ঐতিহ্যবাহী সানন্দবাড়ী হাটে সেনা সদস্য ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
এ সময় হাট-বাজারগুলোতে ওষুধ, কাচাঁবাজার ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। পাশাপাশি গ্রামবাসীকে নিজ নিজ ঘরে থাকতে বলা হয়।
অভিযানে ছিলেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক, সহকারী কমিশনার (ভূমি) আসাদ্দুজ্জামান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক সৈয়ত আবু আহাম্মদ সাফী, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রমুখ।