ইসলামপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে এএসপির সচেতনতামূলক প্রচার অব্যাহত

করোনাভাইরাস সংক্রমণ রোধে এএসপি মো. সুমন মিয়া হাটবাজারে সচেতনতামূলক প্রচার করেন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাটবাজারে পুলিশের টহল ও সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া অক্লান্ত পরিশ্রমে প্রতি দিনের ন্যায় ৫ এপ্রিল বিকালে উপজেলায় চরদাদনা বাজার, পোড়ারচর বাজার, সরদারপাড়া বাজার এবং নাপিতের চর বাজার এলাকায় পুলিশি টহল, সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক প্রচারণা চালান।

এ সময় তিনি জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়া, অহেতুক রাস্তাঘাটে জমায়েত না হওয়াসহ সরকারি বিধি নিষেধ মেনে চলতে সকলকে অনুরোধ জানান। এছাড়াও মানুষের আড্ডারত চা দোকানগুলো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত অন্য দোকানগুলো বন্ধ করে দেন।