জামালপুরে মতি মিয়া ফাউন্ডেশনের কালিজিরা, রসুন বিতরণ

ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে কালিজিরা, রসুন এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধে জামালপুরে ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কালিজিরা, রসুন এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ৪ এপ্রিল শহরের ২০০ জন নিম্নআয়ের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

বিতরণকারীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণকালে গ্রহীতাদের বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে নাস্তার সময় ৩০টি কালিজিরা এবং এক কোয়া রসুন খেতে হবে৷ ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন শ্রমজীবী ও দরিদ্রদের মাঝে কালিজিরা, রসুন ও ব্লিচিং পাউডার বিতরণ একইসাথে করোনা প্রতিরোধে এগুলোর ব্যবহারে সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাবেক সভাপতি অধ্যাপক হাসান মাসুদ, উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, শাহরিয়ার মোর্তজা ছোটন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সদস্য শাহরিয়ার সজীব ও পিয়াল।