নকলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন শোয়েব

শোয়েব মাহমুদ রিশাদ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেরপুরের নকলা উপজেলায় নিজ উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধ্যানুযায়ী এসব ব্যবস্থা করেন নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান চানু’র ছেলে শোয়েব মাহমুদ রিশাদ।

শোয়েব মাহমুদ রিশাদ ২৮ মার্চ সারাদিন ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় ২০০ পরিবারের সদস্যদের এসব বিতরণ করেন। এর পাশাপাশি জনগণের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন এবং তিনি সরকারের বিভিন্ন নির্দেশনা মেনে চলতে সকলকে পরামর্শ দেন।

শোয়েব মাহমুদ রিশাদ বলেন, সরকারের পক্ষ থেকে জনসমাগম বন্ধ ঘোষণা করায়, আমি একা একা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনাভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ থেকে সর্বসাধারণকে সুরক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাচ্ছি। অপেক্ষাকৃত দরিদ্রদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করাসহ সর্বসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন বিষয় সম্বলিত প্রচারপত্র বিতরণ করছি।