পিপিই কিনতে মাদারগঞ্জ হাসপাতালে ২০ হাজার টাকা দান করলেন মেয়র কবির

স্বাস্থ্য কর্মকর্তার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চিকিসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। তিনি ২৯ মার্চ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কেনার জন্য মাদারগঞ্জ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চেকের মাধ্যমে ২০ হাজার টাকা দান করেছেন। মেয়র নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নির্ভয়ে রোগীসেবা দিতে পিপিই কেনার জন্য মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সাইফুল ইসলামের কাছে ২০ হাজার টাকার চেকটি বুঝিয়ে দেন মেয়র গোলাম কিবরিয়া কবির। মেয়রের কক্ষে চেক হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এ প্রতিনিধিকে বলেন, এ দেশের এই সংকটময় সময়ে সবাইকে এগিয়ে আসতে হবে। যার যা সামর্থ আছে তার সবটুকু নিয়ে করোনা মোকাবেলায় এগিয়ে আসা দরকার। এ সময় পরিবার নিয়ে ঘরে থাকার কথা থাকলেও জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এটা মানতে তিনি রাজি নন। তিনি বলেন, আমার পরিবার হলো পৌরবাসী। তাদের কাছে থাকাই আমার দায়িত্ব। যাদের দরজায় রাত দিন ভোট প্রর্থনা করে নির্বাচিত হয়েছি। এই ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজখবর নিয়ে তাদেরকে সচেতন করা এবং অসহায়দের দুমুঠো খাবার দিতে তো পারবো।’