বকশীগঞ্জে ১০ হাজারটি মাস্ক ও সাবান বিতরণ

রিকশাচালক, ভ্যানচালক ও অসহায় মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ মার্চ বিকালে ১০ হাজারটি মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদের সার্বিক সহযোগিতায় এবং আল ইমরান নামে এক প্রকৌশলীর ব্যক্তিগত উদ্যোগে বকশীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারে রিকশাচালক, ভ্যানচালক ও অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

মাস্ক ও সাবান বিতরণকালে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুন্তাজ আলী, প্রকৌশলী আল ইমরান, চিকিৎসক মাসুম বিল্লাহ, প্রকৌশলী মাহবুব শিশির, মেহেদী হাসান, রকিবুল হাসান, রফিকুল ইসলাম, রকি খোন্দকার, আরাফাত হোসেন উপস্থিত ছিলেন ।

এছাড়াও শহরের বিভিন্ন স্থানে রিকশাচালক ও বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারপত্র বিতরণ করেন তারা।