মাদারগঞ্জ লকডাউন

লকডাউনে বালিজুড়ি বাজারের একটি মার্কেট। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগম ঠেকাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র প্রাচীনতম বালিজুড়িসহ সারা মাদারগঞ্জে লকডাউন করা হয়েছে। বালিজুড়ি বাজার বণিক সমিতি ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় এই লকডাউন চলছে।

বালিজুড়ি বাজার বণিক সমিতির আহ্বায়ক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির নির্দেশে প্রাচীনতম এই বাজারটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ছোটবড় প্রায় ১০টি বাজার লকডাউন করা হয়। তারমধ্যে জোনাইল, পাটাদহ কয়ড়া, শ্যামগঞ্জ, আদাভিটা, তেঘুরিয়া, কোয়ালিয়াকান্দি, মোসলেমবাদ, মিলনবাজার, মহিষবাথান অন্যতম। বাজার ছাড়াও রাস্তার পাশে চায়ের দোকানও বন্ধ করা হয়।