সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দর) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রিপন মিয়া (৩৫) নামে এক ডিলারকে আটক করেছে প্রশাসন। ২৪ মার্চ দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের গোয়ালবাথান এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার নাজির হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ জানান, গোয়ালবাথান এলাকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রিপন মিয়া নির্দিষ্ট নিয়মে দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, আটক ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।