ইসলামপুরে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত, বর পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা

অভিযানে খালি হয়ে যায় বিয়ের আসর। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস আতঙ্কে সারাদেশে গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ হলেও তাতে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিয়ের অনুষ্ঠান গণজমায়েত করার দায়ে ইসলামপুরে আর্থিক জরিমানা ও সর্তক করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।

জামালপুরের ইসলামপুর উপজেলায় লাউদত্ত খান পাড়ায় এলাকায় মিন্টু মিয়ার বিয়ে বাড়িতে ২১ মার্চ বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে বর পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনে পক্ষকে আবারো বাসে তুলে বগুড়ায় ফেরত পাঠান ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতায় সকল পরিস্থিতি রুখতে অভিযান অব্যাহত থাকবে।