বকশীগঞ্জে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সের নিচে সকল শিশুকে হাম-রুবেলা রোগের টিকা কাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৬ মার্চ দুপুরে কমপ্লেক্সের মিলনায়তনে এ সভার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক নাজিম শাহরিয়ার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, ইপিআই কর্মকর্তা রমজান আলী ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন।

সভায় জানা যায়, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস বয়স থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে হাম-রুবেলা রোগের টিকা প্রদান করা হবে। কোন শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রতিটি শিশুর কথা চিন্তা করে নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা করা অনুরোধ করা হয়।