দেওয়ানগঞ্জে নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নতুন কুঁড়ি বিদ্যানিকেতন বিদ্যালয়ে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সকালে উপজেলা পৌর শহরের নতুন কুঁড়ি বিদ্যানিকেতন বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ও পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুরুল হক মনজু, বিদ্যালয়ের অধ্যক্ষ রাশেদা আফরোজ রীতু, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম আকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সোলায়মান খন্দকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, জ্যেষ্ঠ সহসভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল।

আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।